বোর্ডার-গাভাস্কার ট্রফি
দেশের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর ভারত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন অস্ট্রেলিয়ান পেসার।
Published : 05 Nov 2024, 09:36 PM
অস্ট্রেলিয়া সফরের আগে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়াটা ভারতের মনোবলে ধাক্কা দিয়েছে নিশ্চিতভাবে। সেদিক থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বাড়তি সুবিধাই হওয়ার কথা অস্ট্রেলিয়ার। তবে জশ হেইজেলউডের ভাবনা ভিন্ন। নিজের দলকে সতর্ক করে অস্ট্রেলিয়ান এই পেসার বলছেন, দেশের মাটিতে কিউইদের বিপক্ষে হার ভারতের জন্য হয়ে উঠতে পারে জেগে ওঠার বার্তা।
মুম্বাই টেস্টে গত রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৫ রানে হেরে তিন টেস্টের সিরিজ ৩-০তে ধরাশায়ী হয় রোহিত শার্মার দল। প্রথমবারের মতো দেশের মাঠে তিন বা এর বেশি টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ পায় তারা।
এই মাসের শেষ দিকে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। অস্ট্রেলিয়ায় সবশেষ দুটি সফরেই টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত। ওই দুবারই হেরে যাওয়া অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন হেইজেলউড।
সিডনি মর্নিং হেরাল্ডকে ৩৩ বছর বয়সী পেসার বললেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার নেতিবাচক প্রভাব আসছে সিরিজে ভারতের ওপর খুব একটা পড়বে বলে মনে করেন না তিনি।
“এটা (নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়া) ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলতে পারে…সহজে ৩-০ ব্যবধানে জেতার চেয়ে ৩-০তে হারটা হয়তো ওদের জন্য ভালোই। যদিও এতে হয়তো ওদের মনোবলে ধাক্কা লেগেছে।”
“ওদের অনেকেই এখানে খেলে গিয়েছে, তবে কিছু ব্যাটার আছে, যারা কখনও আসেনি। তাই (উইকেট বা কন্ডিশন) কেমন হতে পারে, সে বিষয়ে ওরাও একটু অনিশ্চয়তায় থাকবে। আগে থেকে কিছু বলা কঠিন, যা অবশ্যই আমাদের জন্য ভালো।”
আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।