মাঠ প্রস্তুত করতে না পারায় ভেস্তে গেল আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের টেস্টের আরেকটি দিন।
Published : 10 Sep 2024, 04:59 PM
দুই দিন ধরেই দেখা মিলল ঝলমলে রোদের। তবুও আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের একমাত্র টেস্ট এখনও শুরুই হলো না। মাঠ যে খেলার উপযুক্ত করা গেল না।
ভারতের গ্রেটার নয়ডায় দুই দলের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন মঙ্গলবারও সম্ভব হয়নি টস করা।
প্রথম দিন পণ্ড হয়েছিল আগের রাতের বৃষ্টির ফলে মাঠ ভেজা থাকায়। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় রৌদ্রোজ্জ্বল দিনেও তাই সময়মতো মাঠে প্রস্তুত করা সম্ভব হয়নি।
একই সমস্যা দেখা দেয় দ্বিতীয় দিনও। আগের রাতের ভারী বর্ষণের কারণে পানি জমে এক পর্যায়ে ডুবে যায় মাঠ। এদিন খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, টস ৯টায়।
টসের আগেই ঘোষণা আসে, খেলার জন্য প্রস্তুত নয় মাঠ। বেলা ১২টায় হবে পর্যবেক্ষণ।
সকাল থেকে মাঠ শুকানোর কাজ চালিয়ে যান সংশ্লিষ্টরা। বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে, মাঠের কিছু অংশের ঘাস প্রতিস্থাপন করে চলে প্রস্তুতির কাজ। বিকাল ৩টায় মাঠ পর্যবেক্ষণের আরেকটি সময় দেওয়া হয়।
শেষ পর্যন্ত স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।
এদিন আফগানিস্তানের ক্রিকেটাররা হোটেলেই ছিলেন। তবে মাঠে আসে নিউ জিল্যান্ড দল। কিছুক্ষণ অনুশীলনও করেন দলটির ক্রিকেটাররা। স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের পর বোলিং করেন পেসাররাও। ব্যাট হাতে নিজেদের কিছুটা ঝালিয়ে নেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল।