তিনটি হ্যাটট্রিক করে অমিত মিশ্রার পাশে বসলেন শ্রেয়াস গোপাল, তার ওপরে আছেন কেবল রাশিদ খান।
Published : 03 Dec 2024, 10:57 PM
শ্রেয়াস গোপালের বলে ক্যাচ দিয়ে ফিরলেন বিপজ্জনক হয়ে ওঠা শাশ্বত রাওয়াত। লেগ স্পিনারের পরের দুই বলে ‘গোল্ডেন ডাক’ এর তেতো স্বাদ পেয়ে বিদায় নিলেন দুই ভাই হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া। হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠলেন গোপাল। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ের পাতায়।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মঙ্গলবার গোপাল তিন বলে তিন উইকেট নেন কর্ণাটকের হয়ে বারোদার বিপক্ষে।
এই প্রতিযোগিতার ইতিহাসে ২৫তম হ্যাটট্রিকের ঘটনা এটি। এখানে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ৩১ বছর বয়সী গোপাল। প্রথমটি করেছিলেন তিনি ২০১৯ সালে, হরিয়ানার বিপক্ষে।
গোপালের ১০৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় হ্যাটট্রিক এটি। অন্যটি করেছিলেন ২০১৯ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
বিশ ওভারের ক্রিকেটে ভারতের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করলেন গোপাল। তার সমান তিনটি হ্যাটট্রিক আছে অমিত মিশ্রার। এই লেগ স্পিনারের তিনটি হ্যাটট্রিকই আইপিএলে; ২০০৮, ২০১১ ও ২০১৩ আসরে।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের চেয়ে বেশি হ্যাটট্রিক আছে কেবল একজনেরই। চার বার এই স্বাদ পেয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। মিশ্রা-গোপালের মতো তিনবার করে আছে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, পাকিস্তানের মোহাম্মদ সামি, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাইয়ের।
দুটি করে হ্যাটট্রিক আছে ১২ জন ক্রিকেটারের।
ইন্দোরে ১৭০ রানের লক্ষ্য তাড়ায় নামা বারোদার ইনিংসের একাদশ ওভারে হ্যাটট্রিক করেন গোপাল। ওই ওভারে তার প্রথম বলে ফেরেন ৩৭ বলে ৬৩ রান করা ওপেনার রাওয়াত। পরের দুই বলে ক্যাচ তুলে দেন হার্দিক ও ক্রুনাল।
হ্যাটট্রিকসহ ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নেন গোপাল। যদিও উপলক্ষটা রাঙানো হয়নি তার। ম্যাচটি ৪ উইকেটে হেরেছেন তারা।
কিছুদিন আগে ২০২৫ আইপিএলের মেগা নিলামে ৩০ লাখ রুপিতে গোপালকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। এবারের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বল হাতে দারুণ ছন্দে আছেন এই স্পিনার। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। গত মাসে সিকিমের বিপক্ষে ১৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।