বাংলাদেশ ক্রিকেট
Published : 07 Oct 2024, 09:01 PM
চান্দিকা হাথুরুসিংহেকে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় চাইলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পাশাপাশি তিনি জানিয়ে রাখলেন, এখনও ব্যাপারটি তাদের ভাবনায় আছে এবং দ্রুতই কিছু একটা দেখা যাবে।
গত অগাস্টে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার ব্যাপারটি ঘুরেফিরে উঠে আসছে বারবার। সভাপতির দায়িত্ব নেওয়ার কয়েক দিন আগে ‘নট আউট নোমান’ ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে ফারুক বলেছিলেন, হাথরুসিংহেকে বাংলাদেশের কোচ হিসেবে রাখার কোনো কারণ তিনি দেখেন না।
সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে সেই মন্তব্যের প্রসঙ্গেই ফারুক বলেন, তার ব্যক্তিগত অবস্থান আগের মতোই আছে, তবে কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করে। এর কয়েকদিন পর ফারুক আবার বলেন, পাকিস্তান সফরের মধ্যে তিনি এ প্রসঙ্গে কথা বলতে চান না। তবে নিকট ভবিষ্যতেই কিছু দেখা যাবে বলে জানান তিনি।
পাকিস্তানে টেস্ট সিরিজে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যের পর কোচ নিয়ে আলোচনা একটু স্তিমিত হয়ে আসে। তবে চলতি ভারতে সফরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে বাজেভাবে হেরে যায় দুই দিনের কম সময়ে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও রোববার হেরে যায় বড় ব্যবধানে।
সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে আবারও কোচের ব্যাপারে তার আগের বক্তব্যের প্রসঙ্গ উঠে এলো। বিসিবি সভাপতি হাসতে হাসতে বললেন, “দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।”
তার দিকে পাল্টা প্রশ্ন ছুটে গেল, “তাহলে কি দুষ্টু গরুই রাখবেন?”
এবার বোর্ড প্রধান আরেকটু খোলাসা করলেন কোচকে নিয়ে তাদের ভাবনা।
“নাহ, রাখব না। এটার জন্য সময় দিতে হবে। এখনও কিন্তু ছয় মাস বাকি আছে মেয়াদের। এখনও তিনটি সিরিজ আছে সামনে, ছয় মাস সময় আছে। আমরা চেষ্টা করছি, ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু না করি, ফলপ্রসূ কিছু না পেলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারব না। তবে এটা এখনও আমাদের চিন্তায় আছে, মাথায় আছে এটা। খুব শিগগিরই দেখতে পাবেন, আগের মতোই বলছি…।”
ভারত সফরের পরই দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ শেষ হওয়ার পরপরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে সংযুক্ত আরব আমিরাতে। এরপরই আছে ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির দীর্ঘ সফর। ডিসেম্বরের শেষ ভাগ থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত বিপিএলের সময়টায় জাতীয় দলের ব্যস্ততা নেই।
কোচ হিসেবে চান্দিকা হাথুরুসিংহের মেয়াদ আছে আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।