আইসিসি র্যাঙ্কিং
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ করে এগিয়েছেন জ্যাক ক্রলি ও অলি পোপ।
Published : 17 Jul 2024, 04:36 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হ্যারি ব্রুক। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন ব্রুক। এই সংস্করণে তার আগের সেরা র্যাঙ্কিং ছিল নবম।
ক্যারিবিয়ানদের ইনিংস ও ১১৪ রানে হারানো ম্যাচে ঠিক ৫০ রানের ইনিংস খেলেন ব্রুক। আর এতেই র্যাঙ্কিংয়ে এগিয়ে যান তিনি। তিন ধাপ করে এগিয়েছেন তার দুই সতীর্থ জ্যাক ক্রলি (১৩তম) ও অলি পোপ (২৯তম)। অভিষেকেই ৭০ রানের ইনিংস খেলা কিপার-ব্যাটসম্যান জেমি স্মিথ আছেন ৭৫তম স্থানে।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই শীর্ষে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৫৯ রেটিং পয়েন্ট)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রান করে উইলিয়ামসনের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ১৯-এ নামিয়ে এনেছেন দুইয়ে থাকা ইংলিশ তারকা জো রুট (৮৪০)। তিনে পাকিস্তানের বাবর আজম।
টেস্ট বোলারদের মধ্যে শীর্ষ ১৫টি স্থানে আসেনি কোনো পরিবর্তন। যথারীতি শীর্ষে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যৌথভাবে দুইয়ে অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ।
অভিষেকে ১২ উইকেট নেওয়া ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে আছেণ। অষ্টম স্থানে থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা।
ভারত ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচের পারফরম্যান্সের প্রতিফলনও পড়েছে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে। ৪-১ ব্যবধানে জেতা সিরিজে ১৪১ রান করে চার ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠ স্থানে ভারতের ইয়াশাসভি জয়সয়াওল।
বড় লাফ দিয়েছেন সিরিজটিতে নেতৃত্ব দেওয়া শুবমান গিল। ১৭০ রান করে ৩৬ ধাপ এগিয়ে তিনি এখন ৩৭তম স্থানে।
আগের মতো টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুইয়ে যৌথভাবে ভারতের সুরিয়াকুমার ইয়াদাভ ও ইংল্যান্ডের ফিল সল্ট। বোলারদের মধ্যে শীর্ষ তিনে যথারীতি ইংল্যান্ডের আদিল রাশিদ, দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বোলারদের র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৬ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে এখন ৪৪তম স্থানে। ভারতের ওয়াশিংটন সুন্দারের উন্নতি ৩৬ ধাপ, অবস্থান ৪৬ নম্বরে।
টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার শ্রীলঙ্কার হাসারাঙ্গা।