এলপিএল
কলম্বো স্ট্রাইকার্সের এই পেসার ৩ ওভারে দিয়েছেন ৩৮ রান, ধরেছেন এক শিকার।
Published : 10 Jul 2024, 07:45 PM
নিজের প্রথম বলেই উইকেট নিয়ে দারুণ কিছুর আভাস দিলেন তাসকিন আহমেদ। কিন্তু এরপর ছন্দ হারিয়ে ফেললেন তিনি। এলোমেলো বোলিংয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) আরেকটি বাজে দিন পার করলেন বাংলাদেশের এই পেসার।
ডাম্বুলায় বুধবার জাফনা কিংসের বিপক্ষে ৩ ওভার করে ৩৮ রান দিয়ে এক উইকেট নেন তাসকিন। তিনটি করে ছক্কা ও চার হজম করেন কলম্বো স্ট্রাইকার্সের ডানহাতি পেসার। ডট বল করতে পারেন চারটি।
আগের ম্যাচেও অকাতরে রান দিয়েছিলেন তাসকিন। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ২ উইকেট নিতে খরচ করেছিলেন ৪৫ রান। এলপিএলে নিজের প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে ৩০ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট।
তাসকিনের খরুচে দিনে জিততে পারেনি তার দল কলম্বোও। তাদের ১৮৮ রানের পুঁজি ৭ উইকেট ও ৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় জাফনা।
দলটির জয়ের নায়ক রাইলি রুশো। ৫০ বলে ১০৮ রানের খুনে ইনিংসে জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি ছোঁয়া ইনিংসটি সাজান তিনি ৬টি ছক্কা ও ১২টি চার। তার সঙ্গে ১২০ রানের জুটিতে ২ ছক্কা ও ৭ চারে ৩৫ বলে ৫৮ রান করেন আভিশকা ফের্নান্দো।
রান তাড়ায় নামা জাফনার ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসেই দলকে সাফল্য এনে দেন তাসকিন। পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন আগের ম্যাচে সেঞ্চুরি করা পাথুম নিসাঙ্কা। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে লেগ সাইড দিয়ে ছক্কা হাঁকান রুশো।
প্রথম ওভারে ১৪ রান দেওয়া তাসকিন দশম ওভারে বোলিংয়ে এলে তাকে চার মেরে স্বাগত জানান আভিশকা। পরে রুশো হাঁকান একটি করে চার ও ছক্কা। সঙ্গে তিনটি সিঙ্গেলে ওভারটি থেকে আসে ১৭ রান।
১৮তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে তাসকিন হজম করেন এক চার। সঙ্গে তিনটি সিঙ্গেলে মোট দেন ৭ রান। পরে আর বোলিংয়ের সুযোগ পাননি তিনি।
গ্লেন ফিলিপসের ৩২ বলে ৫৮, অ্যাঞ্জেলো পেরেরার ৩৪, রাহমানউল্লাহ গুরবাজের ২৭ ও বাকিদের টুকটাক অবদানে লড়াই করার মতো পুঁজি গড়ে কলম্বো। কিন্তু রুশোকে ফেরাতে পারেননি তাদের কোনো বোলার। একাই ম্যাচের ভাগ্য গড়ে দেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।