‘ষোড়শ এই সদস্য ভিন্ন এক ভূমিকায় তোমাদের সঙ্গেই থাকবে’, বাংলাদেশ দলের জন্য লিটন কুমার দাসের বার্তা।
Published : 13 Feb 2025, 07:39 PM
অফিসিয়াল স্কোয়াড ১৫ জনের। সেখানে বাড়তি কাউকে রাখার সুযোগ নেই। তবে লিটন কুমার দাস নিজেকে দেখছেন বাংলাদেশ দলের ষোড়শ সদস্য হিসেবে। ভিন্ন এই ভূমিকায় দলের সঙ্গেই থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞ এই ওপেনার থাকবেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমর্থক।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ফর্ম না হারালে এই দলে থাকতে পারতেন লিটন নিজেও। কিন্তু টানা বাজে ফর্মে থাকা ওপেনার জায়গা করে নিতে পারেননি স্কোয়াডে। স্কোয়াড ঘোষণার পর নিশ্চয়ই হৃদয় পুড়েছে তার। দল ঢাকা ছাড়ার আগে সেই দহন তার অনুভব করার কথা আবার।
সেই আক্ষেপের রেশ কিছুটা মাখিয়ে সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার লিটন লিখলেন, নিজে খেলতে না পারলেও দলের প্রতি সমর্থনে তিনিই থাকবেন সবার চেয়ে এগিয়ে।
“দুর্দান্ত এই দলটিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবে এই দল। টাইগাররা কীভাবে খেলে, গোটা বিশ্বকে তা দেখিয়ে দেওয়া যাক!”
“আমি দলে জায়গা করে নিতে পারিনি, তবে এটিই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। তোমাদের ষোড়শ সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকবে তোমাদের সঙ্গেই।”
ওয়ানডেতে সবশেষ ১৩ ইনিংসে ফিফটি নেই লিটনের। গত সাত ইনিংসে তিনি স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক। সবশেষ সিরিজে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচে তার মোট রান ছিল ছয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে বিপিএলেও তিনি ভালো করতে পারেননি। এমনকি ঢাকা ক্যাপিটালসের একাদশে জায়গাও হারান এক ম্যাচে। দল ঘোষণার পর অবশ্য একটি সেঞ্চুরির পাশাপাশি ৭৩ ও ৭০ রানের ইনিংস খেলেন চার ইনিংসের মধ্যে। তবে শেষ তিন ম্যাচে ব্যর্থ হন আবার।
দলে জায়গা না পাওয়া নিয়ে লিটন বলেছিলেন, বাদ পড়ার কারণ পরিষ্কার সবার কাছেই।
“কী কারণে (দলে) রাখা হয়নি… এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন যে, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না, আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই। এটা বেসিক জিনিস।”
“উনারা (নির্বাচকরা) মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, তাই নাই। যদি তারা আবার আমার খেলা দেখে মনে করে যে আমি ফিট হওয়ার মতো, তাহলে হয়তো তারা ফেরাতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আমার মনোযোগ এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। চেষ্টা করব কীভাবে ভালো করা যায়।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গত সোমবার সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স বলেন, দলে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন লিটন।