ভারত-ইংল্যান্ড সিরিজ
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দলের চারজনকে আসছে টি-টোয়েন্টির লড়াইয়েও রেখেছে ভারত।
Published : 11 Jan 2025, 10:50 PM
অবশেষে ভারত দলে ডাক পেয়েছেন মোহাম্মদ শামি। অভিজ্ঞ এই পেসারকে রেখে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে তারা। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দল থেকে জায়গা পেয়েছেন চারজন।
পাঁচ টি-টোয়েন্টির সিরিজটির জন্য শনিবার ১৫ জনের দল দেয় ভারত। যেখানে রাখা হয়নি অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট চলাকালে পিঠের অস্বস্তি নিয়ে মাঠে ছাড়েন তিনি।
২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সবশেষ ভারতের প্রতিনিধিত্ব করেন শামি। এরপর তার অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করানো হয়। পরে হাঁটুর সমস্যায়ও ভোগেন তিনি।
অস্ট্রেলিয়া সফরেই শামিকে ফেরানো নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছিল তুমুল আলোচনা। তবে পুরোপুরি ফিট হওয়ার আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিল ভারত।
গত বছরের জুলাইয়ে ভারতের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলা কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্তকেও ইংল্যান্ড সিরিজের দলে রাখা হয়নি। ইয়াশাসভি জয়সওয়াল ও শুবমান গিলের মতো তাকেও দেওয়া হয়েছে বিশ্রাম। কাঁধের চোট থেকে সেরে না ওঠায় নেই ব্যাটিং অলরাউন্ডার রিয়ান পারাগ।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ৩-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন রামানদিপ সিং, জিতেশ শার্মা, আভেশ খান, ইয়াশ দায়াল, বিজায়কুমার। তাদের জায়গায় এসেছেন নিতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দার। এই চারজন ছিলেন বোর্ডার-গাভাস্কার সিরিজের দলে।
আকসার প্যাটেলকে এই সিরিজে সুরিয়াকুমার ইয়াদাভের ডেপুটি হিসেবে রাখা হয়েছে। আগের দুই সিরিজে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো সহ-অধিনায়ক ছিল না ভারতের। জুলাইয়ে শ্রীলঙ্কায় খেলা টি-টোয়েন্টি সিরিজে ডেপুটি ছিলেন গিল।
আগামী ২২ জানুয়ারি কলকাতায় শুরু হবে মাঠের লড়াই। পরের চার টি-টোয়েন্টি হবে চেন্নাই, রাজকোট, পুনে ও ওয়াংখেড়েতে; ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড ও ভারত। ওই সিরিজের দল এখনও দেয়নি তারা। ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি।
ইংল্যান্ড সিরিজের ভারত টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, আভিশেক শার্মা, তিলাক ভার্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, হার্শিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল (সহ-অধিনায়ক), রাভি বিষ্ণই, ভারুন চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দার।