এ উদ্যোগ গ্রাহকদের জন্য আরও সহজ ও কার্যকর বীমা পলিসি প্রদান করবে, বলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
Published : 08 Mar 2025, 07:41 PM
ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও ঢাকা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শান্তা লাইফ ইনস্যুরেন্স শনিবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এর মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ও কার্যকর বীমা সুবিধা, গ্রাহকবান্ধব ব্যাংকাস্যুরেন্স কাঠামো তৈরি, ব্যাংক কর্মীদের বীমা সেবা সম্পর্কে প্রশিক্ষণ এবং ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি কেনার সুবিধা সহজ হবে।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ সম্প্রতি এমওইউতে স্বাক্ষর করেন।
শেখ মোহাম্মদ মারুফ বলেন, “শান্তা লাইফের সঙ্গে ঢাকা ব্যাংকের এই নতুন সম্পর্ক কাস্টমারদের জন্য আরও সহজ ও কার্যকর বীমা পলিসি প্রদান করার পাশাপাশি তাদের ফিন্যান্সিয়াল ও রিস্ক প্ল্যানিংয়েও উৎসাহিত করবে। বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আনতে আমাদের যে প্রতিশ্রুতি, শান্তা লাইফের সঙ্গে নতুন এই সম্পর্ক তারই প্রতিফলন।”
উদ্যোগটি দীর্ঘমেয়াদে গ্রাহকদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করেন শান্তা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস।