আরও ৭ লাখ ৮১ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা এল জাপান থেকে

কোভ্যাক্সের মাধ্যমে দ্বিতীয় চালানে জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে দেশে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 11:20 AM
Updated : 31 July 2021, 04:15 PM

শনিবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছিল। এবারও এসেছে একই টিকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিকাল সোয়া ৩টায় ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ফ্লাইটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত ওই টিকার চালান এসে পৌঁছায়।

টিকা হস্তান্তর করেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

টিকা গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “জাপান বাংলাদেশের পুরোনো বন্ধু। স্বাধীনতার শুরু থেকে আমাদের মহৎ ও অবিচল বন্ধুত্ব। আমাদের যে কোনো প্রয়োজনের সময় তারা বন্ধুত্বের হাত বাড়িয়েছে।

“দেশটির সরকার আমাদেরকে ৩০ লাখের বেশি টিকা উপহার দিয়ে সহযোগিতা করছে, এজন্য আমি আনন্দিত। যার মধ্যে বেশির ভাগই হবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।”

মোমেন বলেন, “আমরা অন্য ২০ লাখ টিকার অপেক্ষায় আছি। আশা করি, ভবিষ্যতে তারা বেশি পরিমাণে টিকা পাঠাবে।”

এদিকে ঢাকায় জাপানি দূতাবাস জানিয়েছে, তৃতীয় চালানে আগামী মঙ্গলবার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা আসবে জাপান থেকে।