করোনাভাইরাস: এক দিনে আরও ২৮ মৃত্যু, ১৩৫৪ রোগী শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৩৫৪ জনের মধ্যে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2021, 09:39 AM
Updated : 23 May 2021, 09:50 AM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩৭৬ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৮৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা সাড়ে ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৬ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৫৪ হাজারের বেশি মানুষের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮৬টি ল্যাবে ১৫ হাজার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬১২টি নমুনা।

রোববার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ৫৬ হাজার ৪০৮টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৬৪ হাজার ২০৪টি।

 

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ২০ জন পুরুষ আর নারী ৮ জন। তাদের ২৪ জন সরকারি হাসপাতালে, ৩ জন বেসরকারি হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা যান।

তাদের মধ্যে ১৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন বরিশাল বিভাগের, ৫ জন সিলেট বিভাগের, ২ জন রংপুর বিভাগের এবং ১ ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

এ পর্যন্ত মৃত ১২ হাজার ৩৭৬ জনের মধ্যে ৮ হাজার ৯৪৮ জন পুরুষ এবং ৩ হাজার ৪২৮ জন নারী।