ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তৈরি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন

কীভাবে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের নেওয়া প্রকল্পগুলো দেশের প্রাথমিক ও পরবর্তী পর্যায়গুলোকে প্রভাবিত করে তা দেখানো হয়েছে প্রামাণ্যচিত্রে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2022, 12:12 PM
Updated : 15 Dec 2022, 12:12 PM

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন সোশাল ইমপ্যাক্ট ল্যাব একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র তৈরি করেছে।

‘এন্টারপ্রেনারস এবং ইন্ট্রাপ্রেনারস অব বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রদর্শন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, কীভাবে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের নেওয়া প্রকল্পগুলো দেশের প্রাথমিক ও পরবর্তী পর্যায়গুলোকে প্রভাবিত করে।

অধ্যাপক দিনা হোসাইনের তত্ত্বাবধায়নে শিক্ষার্থী নাজিয়া জাফরিন, তানজিল তালাত অনন্ত, বায়েজিদ হোসেন, আফনান চৌধুরী ও ফারহানের নির্মাণ করা এ প্রামাণ্যচিত্র বাংলাদেশভিত্তিক ভিডিও কেস স্টাডি, যা ব্র্যাক ইউনিভার্সিটির সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এবং সোশ্যাল ইন্ট্রাপ্রেনারশিপ ক্লাসগুলো থেকে উদ্ভুত প্রজেক্টগুলোকে তুলে ধরেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এ কোর্স দুটি গ্লোবাল ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক (ওএসইউএন) এর ‘সার্টিফিকেট ইন সোশাল এন্টারপ্রাইজ অ্যান্ড লিডিং চেঞ্জের’ অংশ। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে এই দুটি কোর্স পড়ান ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. সেবাস্টিয়ান গ্রোহ।

প্রামাণ্যচিত্রের প্রথমভাগে শানিলা মেহজাবিন ও শেজামি খলিল নির্মিত ‘সেফটি নেট’ নামে একটি সোশাল এন্টারপ্রাইজ প্রজেক্ট দেখানো হয়েছে, যা বয়স্ক বাংলাদেশিদের জন্য সহজ ‘রিটায়ারমেন্ট ফান্ড’ প্রদান করে থাকে।

শানিলা ও শেজামি বলেন, “যেহেতু বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে এবং প্রত্যাশিত আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, তাই নির্ভরযোগ্য রিটায়ারমেন্ট প্ল্যানে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।”

এছাড়া শিক্ষার্থীদের পরিচালিত ‘রুটস’ নামে একটি কমিউনিটিভিত্তিক স্বতন্ত্র ডে কেয়ার হাবও প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, যেখানে ঢাকা ও নারায়ণগঞ্জের প্রান্তিক প্রর্যায়ের শিশুদের শিক্ষা প্রদান এবং তাদের পরিচর্যা করা হয়।

রুটস প্রকল্পের উদ্যোক্তা ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী সাকিব আহমেদ ও আবু সিফাত মাহমুদ। সাকিব বলেন, “আমরা রুটস থেকে এমন কিছু করতে চেয়েছি যাতে ভবিষ্যতে শিশুরা শিক্ষা ও সমাজে আরও বেশি অবদান রাখতে পারে।”

সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের সদস্য শ্রেয়া স্যানাল পূজার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক স্যাং লি, জেনারেল এডুকেশনের ডিন অধ্যাপক সামিয়া হক, রেজিস্ট্রার ড. ডেভ ড্যাউল্যান্ড, স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান, সোশাল ইমপ্যাক্ট ল্যাবের প্রতিষ্ঠাতা ডিরেক্টর সৃজন বণিক।