নতুন মেয়াদে তিনি ২০২৮ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
Published : 05 Mar 2024, 08:57 PM
বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আতিকুল ইসলাম।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যায়ের আচার্যের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক আতিকুল ইসলামকে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন মেয়াদে তিনি ২০২৮ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক আতিকুল ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পান। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক আতিকুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩ এ ৬০১-৮০০ এর মধ্যে উঠে এসেছে।
এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ বাংলাদেশের শীর্ষে রয়েছে।
অধ্যাপক আতিকুল ইসলাম অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ইউনিভার্সিটি অব সিডনি, এনএসডাব্লিউ, কার্টিন ইউনিভার্সিটি, ক্যানটারবেরি ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তিনি চাকরি জীবন শুরু করেন।
অধ্যাপক আতিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এম কম (অ্যাকাউন্টিং) এবং সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।