সূচনা বক্তব্যে রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বিশ্ববিদ্যালয়ের টেকসই সবুজ ক্যাম্পাসসহ বিদ্যমান সকল সুবিধার সবোর্চ্চটা গ্রহণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
Published : 07 Feb 2024, 04:30 PM
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্প্রিং-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি জানায়, নবীন শিক্ষার্থীদের মূল্যবোধ, সুযোগ এবং স্বপ্নপূরণের সূচনা উদযাপন করতেই এই ওরিয়েন্টেশন হয়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বিশ্ববিদ্যালয়ের টেকসই সবুজ ক্যাম্পাসসহ বিদ্যমান সকল সুবিধার সবোর্চ্চটা গ্রহণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সেই সাথে উদ্ভাবনী এই ক্যাম্পাসকে গবেষণা এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ডাউল্যান্ড।
স্কুল অফ জেনারেল এডুকেশনের ডিন ড. সামিয়া হক বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য একটি সামগ্রিক এবং লিবারেল আর্টস শিক্ষা অফার করে থাকে, যা শ্রেণিকক্ষে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা এবং বৈশ্বিক অভিজ্ঞতার মিশ্রণে গড়া।”
ব্র্যাক ইউনিভার্সিটির প্রক্টর অফিসের বিভিন্ন সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করে প্রক্টর ড. রুবানা আহমেদ।
অ্যাকাডেমিক এবং নন-অ্যাকাডেমিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং একটি সহায়ক পরিবেশ সৃষ্টিতে নিজেদের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে অফিস অফ কমিউনিকেশন্সের পরিচালক খায়রুল বাশারের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা হয় যেখানে অ্যাকাডেমিয়া-ইন্ড্রাস্ট্রি এবং বিজনেসের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইউসুপ ফারুক, জনপ্রিয় শেয়ার রাইডিং অ্যাপ পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মাহবুব রহমান।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার পাশাপাশি সমৃদ্ধি এবং শ্রেষ্ঠত্ব অর্জনেরও তীর্থভূমি।”
তিনি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সুবিধা গ্রহণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে কয়েকজন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।