১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পেরেছিলেন।
Published : 05 Nov 2024, 07:37 PM
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা ‘চ্যালেঞ্জ’ বা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হবে।
ওইদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি, আলিম, এইচএসসি বিএম-বিএমটি এবং এইচএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১৪ নভেম্বর খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড একযোগে ওইদিন খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।”
“এবার ঢাকা শিক্ষা বোর্ড ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।”
প্রতি বছরই এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা তা পুনর্নিরীক্ষণের সুযোগ পান।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফেল করা ১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছিলেন। যশোর শিক্ষা বোর্ডের এক পরীক্ষার্থী প্রথমে প্রকাশিত ফলে আইসিটি বিষয়ে ফেল করলেও পরে পাস করে পেয়েছিলেন জিপিএ-৫। গতবার এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করে ৫৮৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
ফল প্রকাশের পরের এক সপ্তাহ নির্ধারিত ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ থাকে। মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো।
গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর দিন অর্থাৎ ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে ফল পেয়ে অসন্তুষ্ট হওয়া শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পেরেছিলেন।
চলতি বছরের এইচএসসি ও সমমানে যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুধু ওই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল। পরীক্ষা বাতিল হওয়ায় যে বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়েছিল সে বিষয়গুলোতে ফল পুনর্নিরীক্ষণ করতে পারেননি শিক্ষার্থীরা।