“এই দিবস ঘোষণার মাধ্যমে শিক্ষার্থী নিপীড়নবিরোধী সচেতনতা তৈরি আমাদের মূল উদ্দেশ্য,” বলা হয় সংবাদ সম্মেলনে।
Published : 12 Oct 2024, 08:33 PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তারিখকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ নামের একটি সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে শনিবার বিকালে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন সংগঠনটির প্রতিনিধিরা।
‘নিরাপদ বাংলাদেশ চাই’ এর মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান উদ্দীন বলেন, “গত ৭ অক্টোবর আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 'নিরাপদ বাংলাদেশ চাই' শাহবাগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সংহতি সমাবেশ করে। আবরার ফাহাদের বাবা ও ভাইও সেখানে ছিলেন।
“সমাবেশ থেকে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীকে (৭ অক্টোবর) ‘জাতীয় নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। দিবসটির স্বীকৃতির দাবি জানানো হয় সরকারের কাছে।”
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত হন আবরার। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
তার হত্যাকাণ্ডের দিনটিকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে রায়হান সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। ১৩২টি রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন একাত্বতা প্রকাশ করেছে। আমাদের 'সংহতি বইয়ে’ তারা স্বাক্ষর করেছে।
“আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীকে ‘জাতীয় নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে ঘোষণার মাধ্যমে ছাত্রজনতার বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নিপীড়নবিরোধী সচেতনতা তৈরি আমাদের মূল উদ্দেশ্য। যাতে শহীদ আবরার ফাহাদের মত কোনো শিক্ষার্থীকে নিপীড়নের শিকার না হতে হয়।”
সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাকারিয়া নিক্সন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ রিদুয়ান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।