শিক্ষার্থীরা "যত ভোট,তত নোট", "৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন"সহ ইত্যাদি স্লোগান ধরে।
Published : 07 Jan 2025, 06:00 PM
দ্বাদশ সংসদ নির্বাচনকে 'ডামি নির্বাচন' আখ্যায়িত করে ৭ জানুয়ারির ওই ভোট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতার আয়োজন করেছে একটি সংগঠন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলায় ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামের ওই সংগঠন এই আয়োজন করে।
ওই সময় শিক্ষার্থীরা "যত ভোট,তত নোট", "৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন"সহ ইত্যাদি স্লোগান ধরে।
আয়োজকদের মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২২ ২৩ সেশনের শিক্ষার্থী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা একটি ডামি নির্বাচনের আয়োজন করে। খুব কম সংখ্যক ভোট প্রদান হলেও নির্বাচন কমিশন জানায় প্রায় ৪০ শতাংশ মানুষ ভোট প্রদান করেছে।
"এই আয়োজনে ভোটদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে একজন ব্যক্তি এক মিনিট কতটা ভোট দিতে পারে সেই প্রতিযোগিতা হয়। সেখানে দেখা যায় শাহান নামে একজন ব্যক্তি সর্বোচ্চ একাই ৮৪টি ভোট দেয়। আমাদের এ আয়োজনে এখনো অনেক ভোটার এসে ভোট দেয়ার অপেক্ষা করছে।"
এ সময় একজনকে সাদা কাফনের কাপড় পড়ে মৃত ব্যক্তি সাজিয়ে ভোট দিতে দেখা যায়। সেই সাথে একটি ছোট বাচ্চাকেও ভোট দিতে দেখা যায়।
ভোট দিতে আসা শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, "আমি ভোট দিতে আসলে আমাকে বলা হয়েছে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এটা আমার জীবনের প্রথম ভোট ছিল । কিন্তু আমি দিতে পারি নি।"
টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগ সরকার। এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনা টানা চতুর্থবারের মত সরকার প্রধানের দায়িত্ব নেন।
ওই নির্বাচনে বিএনপিসহ ২৬টি দল ভোট বর্জন করে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৮টি দল নির্বাচনে অংশ নেয়।
৭ জানুয়ারি দিন শেষে ৪০% ভোটার উপস্থিতির তথ্য জানানোর পর নির্বাচন কমিশনকেও তোপের মুখে পড়তে হয়। ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, স্বতন্ত্র ৬২, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি আসন পায়।
৭ জানুয়ারির ভোটে জিতে শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন। আগের তিন মেয়াদে সব আন্দোলন দমিয়ে দিতে পারলেও জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার।