
আইইউবিতে ব্রিটিশ অ্যাকাডেমি রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2018 06:40 PM BdST Updated: 22 Oct 2018 06:40 PM BdST
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ব্রিটিশ অ্যাকাডেমি রাইটিং ওয়ার্কশপ।
যৌথভাবে এর আয়োজন করে আইইউবি, বার্মিংহাম ল স্কুল, ইউনিভার্সিটি অব বার্মিংহাম, ব্রিটিশ অ্যাকাডেমি এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস)।
রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হয় গত ১৪ অক্টোবর।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্মিংহাম ল স্কুল, ইউনিভার্সিটি অব বার্মিংহামের অধ্যাপক ফিওনা ডি লর্ন্ডাস।
বিশ্বে ‘মানবাধিকার এবং সন্ত্রাসবাদ মোকাবেলা’ বিষয়টি তুলে ধরে তিনি জানান, বিভিন্ন দেশের সমস্যার আলাদা ধরন রয়েছে। তবে বিশ্বে বর্তমানে বিচার ব্যবস্থা খুবই অকার্যকর হয়ে পড়েছে। যার ফলে বাড়ছে সন্ত্রাসবাদ। সুশীল সমাজও বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেও মূল প্রবন্ধে উল্লেখ করা হয়।
আইইউবির আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বোরহান উদ্দিন খান এবং বার্মিংহাম ল স্কুল, ইউনিভার্সিটি অব বার্মিংহামের ড. মোহাম্মদ সাহাবুদ্দিনও বক্তব্য রাখেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- জগন্নাথে ছাত্রলীগের সংঘাত, সাংবাদিকরাও আহত
- ডাকসু: ৬ দফা দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও
- জিনোমিক্স পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা নিয়ে আইইউবিতে সেমিনার
- ডাকসু: পাল্টাপাল্টি দাবি ছাত্র সংগঠনগুলোর
- মধুর ক্যান্টিনে ফিরে পুনঃতফসিলের দাবি ছাত্রদলের
- মধুর ক্যান্টিনে পাশাপাশি ছাত্রদল ছাত্রলীগ
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ভিনসেন্ট চ্যাং
সর্বাধিক পঠিত
- কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৯
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- ছেলে সন্তানের জন্ম দিলেন আইএসের শামীমা বেগম
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- স্মিথের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
- আরও ৩টি ব্যাংক অনুমোদন
- ৫ সেঞ্চুরিতেও আশরাফুলের ১৫ লাখ যে কারণে
- মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি
- ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
- ‘বদিকে দিয়ে মাদক, শাজাহান খানকে দিয়ে দুর্ঘটনা রোধ সম্ভব?’