ইউল্যাবে শেষ হল সৃজনশীল লেখনী কর্মশালা

শেষ হল ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগের ছয় সপ্তাহব্যাপী চলা সৃজনশীল লেখনীর সার্টিফিকেট কোর্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2018, 02:31 PM
Updated : 5 March 2018, 02:31 PM

২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া কর্মশালা আকারের কোর্সটি দেশের স্বনামধন্য লেখক ও সাহিত্যিকরা পরিচালনা করেছেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মশালায় সম্পাদনা, প্রকাশনাসহ সৃজনশীল লেখনীর নানা বিষয়ের দিকে আলোকপাত করা হয়েছে। এর লক্ষ্য ছিল সঠিক দিকনির্দেশনা দিয়ে সৃজনশীল মেধাবী লেখক তৈরি করা।

২ মার্চ কর্মশালাটি শেষ হয়েছে। শেষ দিনে ইউল্যাবের আর্টস অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন ড. কায়সার হক কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন।