স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিক উদ্দীন আহমেদ

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2023, 12:19 PM
Updated : 27 March 2023, 12:19 PM

জাতীয় গণহত্যা দিবসে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ১৯৭১ সালের গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ মার্চ বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিক উদ্দীন আহমেদ। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর এ এন এম আরিফুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।