চবিতে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে নামফলকে কালো কাপড়

অফিসার সমিতির নেতারা ১ জানুয়ারি এই আন্দোলন শুরু করেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2023, 02:34 PM
Updated : 1 Feb 2023, 02:34 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে নামফলক কালো কাপড়ে ঢেকে দিয়েছে অফিসার সমিতির নেতারা।

বুধবার বেলা ১২টার দিকে মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রারের কার্যালয়ের নামফলক ঢেকে দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানি বলেন, বিশ্ববিদ্যালয় আইন ও ইউজিসির নিয়ম অনুযায়ী পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তিনি।

রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে থাকা মোহাম্মদ মাহবুব হারুন চৗধুরী বলেন, “আমাকে কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে, আমি পালন করছি। এর বাইরে কিছু বলতে পারব না।“

এ বিষয়ে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ণকালীন রেজিস্ট্রার নিযোগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন।