“বড় বড় রামদা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালায়, তাদের সঙ্গে সন্ত্রাসী ছাত্রলীগের কোনো পার্থক্য নেই,” বলেন আশিকুর রহমান।
Published : 18 Feb 2025, 11:54 PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুসারীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ-মিছিল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে বৈষম্যবিরোধীরা বিক্ষোভ-মিছিল বের করেন।
মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে ফের তারা আগের জায়গায় ফিরে সমাবেশ করেন; এসময় ছাত্রদলের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি মাসুদ রানা বলেন, “সরকারের কথা অনুসারে ছাত্ররাজনীতি সংস্কার হয়নি। এরই ফলস্বরূপ আজকে (মঙ্গলবার) কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রদল’ নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে।
“যদি এই সন্ত্রাস বন্ধ না হয়, তাহলে ছাত্রলীগের মত আপনাদের অবস্থাও একই হবে। আমরা শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের উত্তরসূরি। ক্যাম্পাসে ছাত্ররাজনীতির আধিপত্য গড়তে আমরা দেব না।”
ইসলামী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, “বড় বড় রামদা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালায়, তাদের সঙ্গে সন্ত্রাসী ছাত্রলীগের কোনো পার্থক্য নেই।”
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে মঙ্গলবার বিকালে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত ও পাঁচজনকে আটকের খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “বুধবার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই ও আজকের (মঙ্গলবার) নির্যাতনের ভিডিও প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকেল ৩টায় এটি প্রকাশ করা হবে।”
আরও পড়ুন-
ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: ছাত্রদলকে হাসনাত
কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ, বিজিবি