এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮৯৬। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১৮২০, মানবিকে ৫১ ও ব্যবসায় শিক্ষায় ২৫টি আসন বরাদ্দ।
Published : 24 Mar 2025, 09:57 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে; যেখানে ভর্তিযোগ্য শিক্ষার্থীর আছেন ৬ শতাংশ।
সোমবার সন্ধ্যায় প্রকাশ হওয়া ফলে দেখা যায়, এবার বিজ্ঞান শাখায় প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান ওয়াসিফ। তিনি ১২০ নম্বরের মধ্যে তিনি ১১০ নম্বর পেয়েছেন।
এবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেন ৭ হাজার ৪৩৭ জন।
এর মধ্যে বিজ্ঞান শাখার ৬ হাজার ৯২২ জন, মানবিক শাখার ৩৯৩ জন ও ব্যবসায় শিক্ষা শাখার ১২২ জন পাস করেন।
বাণিজ্য থেকে প্রথম হয়েছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাজিত মিয়া। মানবিক শাখায় প্রথম হয়েছেন হলিক্রসের তাবাসসুম তিথী।
এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু বিশ্ব ইজতেমার কারণে তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি নেওয়া হয়।
পরীক্ষার বিস্তারিত ফল ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) জানা যাবে। টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়েও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।