চাল আমদানির শুল্ক সুবিধা আরও ৩ মাস

আগের মতই চাল আমদানির প্রতিবার খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2022, 03:05 PM
Updated : 8 Dec 2022, 03:05 PM

দেশে মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ‍দিয়ে চাল আমদানির সুযোগ আরও তিন মাস বাড়ালো সরকার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে বুধবার আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ব্যবসায়ীরা এ শুল্ক সুবিধা নিয়ে চাল আমদানি করতে পারবে বলে জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, এই রেয়াতি শুল্কে চাল আমদানির আগে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় মনোনীত একজন যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তা থেকে লিখিত অনুমোদন নিতে হবে।

দেশে চালের দাম বাড়তে থাকায় গত ২২ জুন চাল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ১০ শতাংশে নামিয়ে চাল আমদানির সুযোগ দেওয়া হয়।

এরপর গত অগাস্টে আরেকটি প্রজ্ঞাপনে আমদানি শুল্ক প্রত্যাহার বহাল রেখে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশে নামিয়ে এনে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

এবার সেই সুযোগ ৩১ মার্চ পর্যন্ত আরও তিন মাস বাড়িয়েছে এনবিআর।

তবে এই সুযোগ শুধু আতপ ও সেদ্ধ চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য। বাসমতি, সুগন্ধি বা অন্য কোনও চাল আমদানির ক্ষেত্রে এই শুল্কছাড় পাওয়া যাবে না।