আগামী বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।
Published : 06 Nov 2023, 08:18 PM
ই-কমার্স খাতের মূল অংশীদারদের অবদানের স্বীকৃতি জানাতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আবারও দিচ্ছে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইসিএমএ) ২০২৩।
আগামী বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ পুরস্কার দেওয়ার অনুষ্ঠান আয়োজনের কথা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়, ই-কমার্স খাতের ‘মার্কেট প্লেয়ারদের’ অবদানকে সম্মানিত করা এবং স্বীকৃতি দেওয়া এ অ্যাওয়ার্ডসের মূল লক্ষ্য।
এবার মোট ২৭টি নমিনেশন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এরমধ্যে রয়েছে বেস্ট ই-কমার্স মার্কেটপ্লেস, বেস্ট সার্ভিস প্ল্যাটফর্ম, বেস্ট লজিস্টিকস ফর ই-কমার্স, বেস্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, বেস্ট এমএফএস প্লাটফর্ম, বেস্ট পেমেন্ট গেটওয়ে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।