ফ্রেশ স্টেশনারির উদ্যোগে হাতে লেখা ‘গল্পের খাতা’ বইমেলায়

গল্প বাছাইয়ের এই প্রক্রিয়ায় ছিলেন লেখক আনিসুল হক, আহসান হাবীব, সুমন্ত আসলাম, সাদাত হোসেন, পলাশ মাহবুব ও ইশতিয়াক আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2024, 05:26 AM
Updated : 21 Feb 2024, 05:26 AM

কম্পিউটারে কম্পোজ করে নয়, সাদা কাগজে লেখকদের নিজ হাতে লেখা গল্পকে প্রথমবারের মত দুই মলাটে বইমেলায় এনেছে মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ (এমজিআই) এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি।

হাতে লেখা গল্পের এই সংকলনের নাম রাখা হয়েছে ‘গল্পের খাতা’। মঙ্গলবার এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয় মেলায়। ওই অনুষ্ঠানে লেখক আহসান হাবীবসহ মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে ফ্রেশ স্টেশনারি বলছে, প্রাথমিক পর্যায়ে তাদের ফেইসবুক পেইজে সারাদেশ থেকে ‘হাতে লেখা গল্প’ চেয়ে পোস্ট দেওয়া হয়েছিল। এরপর নানা বয়নের লেখকরা প্রেমের, থ্রিলার, সায়েন্স ফিকশনসহ নানা ঘরানার গল্প লিখে পাঠান।

এরপর সেখান থেকে কিছু গল্প বাছাই করা হয় এই সংকলন প্রকাশের জন্য। গল্প বাছাইয়ের এই প্রক্রিয়ায় ছিলেন লেখক আনিসুল হক, আহসান হাবীব, সুমন্ত আসলাম, সাদাত হোসেন, পলাশ মাহবুব ও ইশতিয়াক আহমেদ। ‘গল্পের খাতা’ সংকলনে এই লেখকদের লেখাও স্থান পেয়েছে।

‘দাঁড়িকমা’ প্রকাশনীর ব্যানারে ‘গল্পের খাতা’ পাওয়া যাচ্ছে বইমেলার ৯৪ নম্বর স্টলে।

ফ্রেশ স্টেশনারি আগামীতেও এ ধরনের ভিন্নধর্মী আয়োজন অব্যাহত রাখবে বলে জানিয়েছে।