চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
Published : 24 Mar 2024, 09:43 PM
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হারমনি হলে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মেঘনা গ্রুপ জানিয়েছে, এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতা করে তাদের ব্র্যান্ড ফ্রেশ। এ আয়োজনের চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।