মেঘনায় মাছ ধরায় ৮ জেলেকে জরিমানা

জরিমানার আদায়ের পাশাপাশি জেলেদের কাছ থেকে ভবিষ্যতে মাছ শিকার না করার মুচলেকা নেওয়া হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 05:58 PM
Updated : 28 March 2024, 05:58 PM

মেঘনা নদীর অভয়াশ্রমে অবৈধভাবে মাছ ধরার সময় আটক আট জেলেকে জরিমানা করেছে বরিশালের একটি ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ।

দণ্ডিতরা হলেন- উপজেলার গৌরব্দী এলাকার আলমগীর বেপারী, মেহেন্দিগঞ্জের তেতুলিয়া গ্রামের জসিম খান, শরিয়তপুরের গোসাইরহাটের আবুল হোসেন, একই এলাকার আলামিন খান, শাহাজালাল কাজী, নাসির মাতুব্বর, লক্ষ্মীপুরের চর জালিয়া এলাকার মোহাম্মদ হোসেন ও একই এলাকার জহির সরকার।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনা নদীর হিজলা ও চাঁদপুরের হাইমচর এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে আট জেলেকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন বলে জানান তিনি।

জরিমানা আদায়ের পাশাপাশি জেলেদের কাছ থেকে ভবিষ্যতে মাছ শিকার না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে এই মৎস্য কর্মকর্তা।