প্রাণ-আরএফএলের শিল্পপার্ক ঘুরলেন এডিবি ভাইস প্রেসিডেন্ট

'ক্রান্তিকালে' এডিবি প্রতিনিধিদলের আগমন অত্যন্ত ইতিবাচক ও আনন্দের, বলেছেন প্রাণ আরএফএলের কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2022, 04:04 PM
Updated : 10 Dec 2022, 04:04 PM

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট অশোক লাভাসার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে।

নরসিংদীতে স্থাপিত এ পার্কে শুক্রবার প্রতিনিধি দলের বিভিন্ন অংশ ঘুরে দেখার পর সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, এডিবি প্রতিনিধিদল বাংলাদেশে অধিক কর্মসংস্থান তৈরি ও টেকসই ব্যবসায়ের জন্য আগামী দিনে প্রাণ গ্রুপের সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে।

প্রতিনিধিদলে ঢাকায় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংও ছিলেন।

এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী কারখানার বিভিন্ন বিষয় তাদের সামনে তুলে ধরেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আহসান খান বলেন, "ক্রান্তিকালে এডিবি প্রতিনিধিদলের আগমন অত্যন্ত ইতিবাচক ও আনন্দের। এডিবি’র অর্থায়ন দেশের রপ্তানি বহুমুখীকরণে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণে এডিবির কাছ থেকে আরও বেশি কারিগরী সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (করপোরেট ফাইন্যান্স) ফখরুল আহসান এসময় উপস্থিত ছিলেন।