বিকাশের ব্র্যান্ড ‘এনডোর্সার’ হলেন চিত্রনায়িকা মীম

তরুণ প্রজন্মসহ সবাইকে ডিজিটাল লেনদেনে সচেতন ও উৎসাহিত করতে কাজ করবেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2024, 03:00 PM
Updated : 21 March 2024, 03:00 PM

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হয়েছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। 

তরুণ প্রজন্মসহ সবাইকে ডিজিটাল লেনদেনে সচেতন, উৎসাহিত এবং অভ্যস্ত করতে তিনি কাজ করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিকাশ। 

বৃহস্পতিবার বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে চুক্তি সই করেছেন মিম। 

এ সময় উপস্থিত ছিলেন বিকাশ এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মাদ রাশেদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা। 

নতুন এ ভূমিকা প্রসঙ্গে চিত্রনায়িকা মীম বলেন, “ক্যাশলেস হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নানা ধরনের ক্যাশলেশ লেনদেন সেবা দিয়ে বিকাশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন সারাদিনের সব ধরনের লেনদেনই মানুষ বিকাশ ব্যবহার করে করতে পারছেন। 

“দেশের মানুষকে আরও বেশি ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতেই বিকাশ পরিবারে আমার যুক্ত হওয়া। বাংলাদেশকে ক্যাশলেস করার এই বিরাট কাজে যুক্ত থাকার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে।”