সম্প্রতি ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
Published : 13 Dec 2023, 06:43 PM
‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৩’-এ ১৯টি পুরস্কার জিতেছে মোবাইলে আর্থিক লেনদেন কোম্পানি বিকাশ।
এর মধ্যে সরাসরি ১০টি পুরস্কার পেয়েছে বিকাশ, আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে নয়টি। পুরস্কারগুলোর মধ্যে দুটি গোল্ড, পাঁচটি সিলভার এবং ১২টি ব্রোঞ্জ।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয় বলে বিকাশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিকাশের ‘আমার বিকাশ ঠেকায় কে’ ক্যাম্পেইন জিতেছে ‘বেস্ট ভিডিও’ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার এবং বিকাশের ‘পিন রিসেট’ ক্যাম্পেইন গোল্ড জিতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বেস্ট ইউজ অব টিকটক’ ক্যাটাগরিতে।
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে বিকাশ সিলভার জিতেছে ‘বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’, ‘বেস্ট ইউজ অব মোবাইল’, ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স’, ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম-নিউ প্ল্যাটফর্ম-ওউন প্ল্যাটফর্ম’, এবং ‘বেস্ট ইউজার জেনারেটেড ক্যাম্পেইন’ ক্যাটাগরিতে।
এছাড়া বিকাশ আলাদাভাবে তিনটি ব্রোঞ্জ জিতেছে ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম-নিউ প্ল্যাটফর্ম-ওউন প্ল্যাটফর্ম’ ক্যাটাগরিতে। একটি করে জিতেছে- ‘বেস্ট ইউজ অব ডিসপ্লে’, ‘বেস্ট ইউজ অব ইউটিউব’, ‘বেস্ট ইউজ অব সার্চ’, ‘বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’, ‘বেস্ট ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট ইউজ অব পিআর ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’, ‘বেস্ট ইউজার জেনারেটেড ক্যাম্পেইন’, এবং ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স’ ক্যাটগরিতে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত ভোক্তা জরিপে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত টানা চার বার দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার অর্জন করে বিকাশ।