ডিজিটাল মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ে কাজের স্বীকৃতিতে এবারে সর্বোচ্চ ২০টি অ্যাওয়ার্ড জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড।
Published : 12 Dec 2023, 06:24 PM
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের সপ্তম আসরে সেরার পুরস্কার জিতে নিয়েছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মাইন্ডশেয়ার বাংলাদেশ’ জানিয়েছে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের আসর বসেছিল গত ৯ ডিসেম্বর।
সেখানে ডিজিটাল মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ে কাজের স্বীকৃতিতে সর্বোচ্চ ২০টি পুরস্কার জিতেছে ‘এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড’।
দিনব্যাপী চলা ওই ডিজিটাল সামিটে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডিজিটাল মার্কেটিংয়ের নানা বিষয় আলোচনায় তুলে ধরেন। পরে বিজয়ীদের নাম ঘোষণা করে দেওয়া হয় পুরস্কার।
ডিজিটাল মার্কেটিং জগতে দেশের সেরা কাজগুলোকে সামনে আনতে ২০১৭ সাল থেকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে।