দিনব্যাপী এ কর্মশালায় ৭৯০ জন কর্মকর্তা অংশ নেন।
Published : 29 Nov 2023, 07:19 PM
সাইবার নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদে ব্যাংক লেনদেনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দিনব্যাপী এ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা করেছে।
‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ শীর্ষক এ কর্মশালায় মঙ্গলবার ঢাকা উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, ময়মনসিংহ ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তারা অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ কর্মশালায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ।
দিনব্যাপী এ কর্মশালায় এসব জোনের বিভিন্ন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৯০ জন কর্মকর্তা অংশ নেন।