“এদেশের শ্রমিকরা যুগের পর যুগ ধরে বঞ্চিত হতে হতে এখন বেঁচে থাকার ন্যূনতম অবলম্বনটুকুও হারাচ্ছে," বলেন ছাত্র জোটের সমন্বয়ক দিলীপ।
Published : 22 Oct 2023, 10:18 PM
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা করার যে প্রস্তাব রেখেছেন মালিকরা, সেটির বিরোধিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
রোববার বিকালে রাজু ভাস্কর্যে পাদদেশে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানানো হয়।
এদিনই ঢাকার সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়, যে সভায় ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষ সেই প্রস্তাবের প্রায় অর্ধেক ১০ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব রাখেন।
এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র জোট।
এ জোটের সমন্বয়ক দিলীপ রায় বলেন, এদেশের শ্রমিকরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে।
“দেশজুড়ে চরম মুদ্রাস্ফীতির মধ্যে শ্রমিকের খাদ্য, বস্ত্র, আবাসনসহ জীবন যাপনের ন্যূনতম আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে৷ মালিকের সীমাহীন মুনাফার নির্মম শিকার হয়ে এদেশের শ্রমিকরা যুগের পর যুগ ধরে বঞ্চিত হতে হতে এখন বেঁচে থাকার ন্যূনতম অবলম্বনটুকুও হারাচ্ছে৷"
তিনি বলেন, গত এক যুগের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির এ সময়ে শিল্পের সক্ষমতার অজুহাত তুলে মালিকপক্ষ যে প্রহসনমূলক মজুরি প্রস্তাব করল, সেটা মালিকশ্রেণির নগ্ন শোষণের বহিঃপ্রকাশ।
“শ্রমিক ঠকানোর টালবাহানা বন্ধ করে অবিলম্বে শ্রমিকের ২৫ হাজার টাকার ন্যূনতম মজুরি দাবি মেনে নিতে হবে।"
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা নুজিয়া হাসিন রাশা ও নগর শাখার নেতা সাব্বির আহমেদ শিবলী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সাজিদ উল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতা শাহাদাৎ হোসেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাঈম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী।