ইউএস-বাংলার বহরে নতুন এয়ারক্রাফট

এটি ইউ-এস বাংলার বহরে যুক্ত হওয়া দশম এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2024, 06:57 PM
Updated : 3 Feb 2024, 06:57 PM

বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে আরেকটি এটিআর ৭২-৬০০, যা নিয়ে মোট উড়োজাহাজের সংখ্যা হল ২১টি।

শনিবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এ উড়োজাহাজ অবতরণ করে বলে এয়ারলাইন্সটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন লুৎফর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি ইউ-এস বাংলার বহরে যুক্ত হওয়া দশম এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ।

আগামী তিন মাসের মধ্যে বহরে দুটি এয়ারবাস ৩৩০ যুক্ত করার পরিকল্পনার কথাও বলেছে ২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা।

৭৮টি আসনের নতুন উড়োজাহাজটি দিয়ে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।

আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে বহরে নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটকে বিমানবন্দরে ‘ওয়াটার ক্যানন’ দিয়ে স্বাগত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা বলেছে, এয়ারবাস ও এটিআর কোম্পানির যৌথ সমন্বয়ে এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটি তৈরি করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ২৮৩ কোটি টাকা।

এতে বলা হয়, নতুন উড়োজাহাজটি ফ্রান্সের ব্লাগনাক বিমানবন্দর থেকে মিশরের কায়রো হয়ে দুবাই থেকে শাহজালালে বিকাল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।