চারটি বিনোদন কেন্দ্র মিলবে এ সুবিধা।
Published : 22 Sep 2022, 11:25 PM
ঢাকার সাভারে বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, রিসোর্ট আটলান্টিস এবং চট্টগ্রামের ফয়’স লেক কমপ্লেক্স ও ফয়’স লেক রিসোর্টে বিশেষ মূল্য ছাড় পাবেন রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বেপজার কর্মকর্তা ও কর্মচারীরা।
সম্প্রতি এ নিয়ে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কনকর্ড জানিয়েছে, তাদের এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে বিপণন বিভাগের নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার এবং বেপজার পক্ষে নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
অন্যদের মধ্যে কনকর্ড এন্টারটেইনমেন্টের সহকারী মহাব্যবস্থাপক আরিফ নওশাদ, ব্যবস্থাপক মো. নুরুজ্জামান, বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক কালাম মো. আবুল বাশার, সহকারী পরিচালক ঝন্টু আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।