এই কার্ডধারীরা বিমানবন্দরের ‘পিক-অ্যান্ড-ড্রপ’ সার্ভিসও উপভোগ করতে পারবেন।
Published : 04 Feb 2025, 10:22 PM
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সদস্যদের জন্য চালু হলো কো-ব্র্যান্ডেড ভার্টিক্যাল মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড।
ঢাকা ব্যাংক পিএলসি ও আইসিএমএবি মঙ্গলবার যৌথভাবে এই কার্ড চালু করার ঘোষণা দেয়; অনুষ্ঠান হয় আইসিএমএবির রুহুল কুদ্দুস মিলনায়তনে।
আইসিএমএবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ড উদ্বোধনের পাশাপাশি একটি আলোচনা সভাও হয়, যেখানে স্থিতিশীল অর্থনীতি গঠনে পেশাদার হিসাবরক্ষক ও ব্যাংকারদের ভূমিকা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ উপস্থিত ছিলেন।
বার্ষিক ফি মওকুফ সুবিধার পাশাপাশি এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে যতবার খুশি ততবার বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।
কার্ডধারীরা বিমানবন্দরের ‘পিক-অ্যান্ড-ড্রপ’ সার্ভিসও উপভোগ করতে পারবেন।
১২০টি দেশের ১ হাজার ৩০০টির বেশি বিমানবন্দরের লাউঞ্জ সুবিধা পাবেন কার্ডধারীরা। সেই সঙ্গে পাঁচ তারকা হোটেলে ‘একটি কিনলে একটি ফ্রি’ এবং সর্বোচ্চ ৪০ লাখ টাকার বীমা সুবিধাসহ পাবেন কুইনটুপল ক্রেডিট শিল্ড প্রোগ্রামের সুবিধা।
ঢাকা ব্যাংক পিএলসি থেকে অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা যেমন- উন্নত রিটেইল ও ডিজিটাল ব্যাংকিং সমাধান, বিশেষ আর্থিক সেবা এবং স্বল্প সুদে ঋণের সুবিধা পাওয়া যাবে।
ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “আইসিএমএবি ও মাস্টারকার্ডের সঙ্গে এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ কার্ডহোল্ডারদের জীবনযাত্রা ও লেনদেনের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।”
আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমরা আশাবাদী, এই অংশীদারত্ব আমাদের সদস্যদের জন্য অনেক চমৎকার সুবিধা বয়ে আনবে।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই উদ্যোগে যুক্ত হতে পেরে মাস্টারকার্ড অত্যন্ত আনন্দিত। এই কার্ড ভ্রমণ ও লাইফস্টাইলের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।“