‘ক্লস রিয়ালাইজেশন’ সংক্রান্ত ঋণপত্রে রপ্তানি আয় হাতে পাওয়ার পর টাকা পরিশোধের সুযোগ থাকে।
Published : 09 Feb 2025, 08:20 PM
‘ক্লস রিয়ালাইজেশন’ সংক্রান্ত ঋণপত্র খোলার জন্য ব্যাংকগুলোকে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
২০২১ সালে কোভিড মহামারীর সময় এ সংক্রান্ত ঋণপত্র খোলার ব্যাপারে একটি সার্কুলার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যেখানে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়।
রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আরেকটি সার্কুলার জারি করে, যেখানে সেই ‘সুবিধা’ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে।
‘ক্লস রিয়ালাইজেশন’ সংক্রান্ত ঋণপত্রে রপ্তানি আয় হাতে পাওয়ার পর টাকা পরিশোধের সুযোগ থাকে।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধতন এক কর্মকর্তা বলেন, “এলসি খোলার পর নিজের উৎস থেকেই পেমেন্ট করার নিয়ম রয়েছে।
“কিন্তু ক্লস রিয়ালাইজেশন সংক্রান্ত ঋণপত্রে রপ্তানি আয় হাতে আসার পর পরিশোধের সুযোগ থাকে।”
তিনি বলেন, “করোনা মহামারী থেকে এখন পর্যন্ত ব্যাংক নিজেরাই এটা করতে পারত। তাই রোববারে সার্কুলার দিয়ে আবার নির্দেশনা দেওয়া হল যে, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।”