ফোল্ডেবল ফোন উন্মোচন করল শাওমি

চীনে বৃহস্পতিবার ফোনটি উন্মোচন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2022, 02:50 PM
Updated : 14 August 2022, 02:50 PM

দ্বিতীয় প্রজন্মের ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন উন্মোচন করেছে চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি।

বৃহস্পতিবার দেশটিতে এক অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শাওমি জানিয়েছে, চীনে ‘মিক্স ফোল্ড ২’ নামের ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার ৯৯৯ ইউয়ান, যা প্রায় এক হাজার ৩০০ মার্কিন ডলারের সমান।

ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি আগের যেকোনো ভাঁজযোগ্য ফোনের তুলনায় স্লিম।

“ফোনটি বইয়ের মত ভাঁজ করা এবং খোলা যাবে। ভাঁজ খোলা অবস্থায় ফোনটির পুরুত্ব ৫ দশমিক ৪ মিলিমিটার।”

শাওমি মিক্স ফোল্ড-২ ফোনটিতে দুটি ডিসপ্লে থাকছে। এর ভেতর ও বাইরের দুটি ডিসপ্লে থেকেই ভিউ এক্সপেরিয়েন্স নেওয়া যাবে। কভারে একটি ৬ দশমিক ৫৬ ইঞ্চির প্যানেল থাকছে, যা ফোনের ভাঁজ খোলার পর আট ইঞ্চি পর্যন্ত প্রশস্ত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলফি তোলার জন্য ফোনটির সামনের অংশে থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পেছনে থাকছে টেলিলেন্সসহ তিনটি ক্যামেরা।

ফোনটি চালাতে ব্যবহার করা হবে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন প্লাস ১ চিপসেট। এছাড়াও থাকছে হার্মান কার্ডনের দুটি স্পিকার, সাড়ে চার হাজার এমএএইচের ব্যাটারি এবং ৬৭ ওয়াটের দ্রুত চার্জিং ব্যবস্থা।

অনুষ্ঠানে আরও কিছু উদ্ভাবনী প্রযুক্তির ডিভাইস আনার ঘোষণা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।