গত ১১ জুলাই আওয়ামী লীগ সরকার ১২ দশমিক ৫৮ ডলার দরে এক কার্গো এলএনজি কেনে। এই হিসাবে এবার খরচ বেশি পড়ছে ০ দশমিক ৯৯ ডলার।
Published : 02 Oct 2024, 09:04 PM
সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
গানভর প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি থেকে এই চালানে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১ হাজার ২৮৯ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৯৬০ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের প্রেক্ষিতে বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
এক কার্গোতে থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। প্রতি এমএমবিটিইউয়ের খরচ পড়বে ১৩ দশমিক ৫৭ ডলার।
সবশেষ গত ১১ জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে এক কার্গো এলএনজি কেনা হয় প্রতি এমএমবিটিইউ ১২ দশমিক ৫৮ ডলারে। এই হিসাবে এবার খরচ বেশি পড়ছে ০ দশমিক ৯৯ ডলার।
আরও পড়ুন: সাড়ে ১২ ডলার দরে আসছে এক কার্গো এলএনজি
ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থনীতি ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “আজকের বৈঠকে সার ও এলএনজি আমদানির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। ব্যবসার ক্ষেত্রে জ্বালানির যাতে সমস্য না হয়, সেটা আমরা দেখছি।”
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠান থেকে কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হচ্ছে।
সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের সঙ্গে এমএসপিএ চুক্তি চূড়ান্ত করা হয়। তারই পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা এক কার্গো এলএনজি সরবরাহের জন্য দরপ্রস্তাব আহ্বান করলে ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ৪টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। পরে সরকার দুই কার্গো কেনার সিদ্ধান্ত নেয়।