কোম্পানি পর্যায়ে খাদ্য ও আনুষঙ্গিক ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।
Published : 28 Dec 2022, 06:21 PM
প্রাণ-আরএফএলের সহযোগী প্রাণ ডেইরি লিমিটেড সেরা করদাতার সম্মাননা পেয়েছে।
কোম্পানি পর্যায়ে খাদ্য ও আনুষঙ্গিক ক্যাটাগরিতে প্রাণ ডেইরিকে এ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুলের হাতে ট্যাক্স কার্ড ও পুরস্কার তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে আতিয়ুর রাসুল বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান নিয়মিতভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলছে। এজন্য প্রতিবছর সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পাচ্ছি। এটি আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।”
এদিন ২০২১-২২ করবর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-কোম্পানিকে ট্যাক্স কার্ড দেওয়া হয়; ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।