হাবিবুর রহমান পদত্যাগ করেছেন বলে গত বৃহস্পতিবার থেকে গুঞ্জন শুরু হয়।
Published : 06 Feb 2024, 09:15 AM
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানের পদত্যাগের যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন এই ব্যাংকার।
সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “না না, আমি পদত্যাগ করিনি। বৃহস্পতিবার শরীরে একটু অস্বস্তি হওয়ায় আগে আগে অফিস ছেড়েছি, এর বেশি কিছু না । আমি প্রতিদিন ব্যাংকে অফিস করছি।”
‘শরীর খারাপ লাগায়’ সেদিন পরিচিতদের ফোনও ধরেননি বলে জানিয়েছেন হাবিবুর রহমান।
পুজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান পদত্যাগ করেছেন বলে গত বৃহস্পতিবার থেকে গুঞ্জন শুরু হয়। কয়েকটি সংবাদমাধ্যম তার পদত্যাগের খবরও প্রকাশ করে।
ওই খবরের পর যোগাযোগ করা হলে এসবিএসি ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সফিউদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “পত্রিকায় সংবাদ দেখার পর আমি কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস সাহেবের কাছে জানতে চেয়েছিলাম এ বিষয়ে। এছাড়া এমডির কাছেও জানতে চেয়েছিলাম। তারা দুজনেই আমাকে বলেছেন পদত্যাগপত্র দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’’
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)