এতদিন ফল ও সবজি থেকে জুস ও পানীয় রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেওয়া হত।
Published : 21 Nov 2024, 11:20 PM
স্থানীয়ভাবে পাল্প জাতীয় পণ্য থেকে তৈরি জুস ও পানীয় রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেওয়া হবে।
এতদিন ফল ও সবজি থেকে জুস ও পানীয় রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেওয়া হত।
নতুন করে পাল্প থেকে জুস বানালেও রপ্তানির বিপরীতে যে নগদ সহায়তা পাওয়া যাবে সে বিষয়টি বৃহস্পতিবার সার্কুলার দিয়ে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কোনো ফলের ছোবড়াকে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করলে যে ‘সেলুলোজ ফাইবার’ পাওয়া যায় তাকে পাল্প বা মন্ড বলে।
সার্কুলারে বলা হয়, ফল ও সবজি থেকে উৎপাদিত সকল ধরনের পেস্ট, ফুটবার, টিনজাত সামগ্রী, ডিহাইড্রেটেড সামগ্রী, জুস, ড্রিংকস রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া রয়েছে। দেশের অভ্যন্তরে অবস্থিত সহযোগী কিংবা ভিন্ন প্রতিষ্ঠান হতে সংগৃহীত এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকেও জুস প্রস্তুত করা হলেও রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হল।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊধ্বর্তন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের সার্কুলারে বলা হয়েছিল ফল ও সবজি থেকে উৎপাদিত পণ্য হলে নগদ সহায়তা পাওয়া যাবে। তবে পাল্পের কথা আগে বলা ছিল না। কোনো একটি কোম্পানি সরাসরি ফল কিংবা সবজি থেকে উৎপাদন না করে পাল্প থেকে উৎপাদন করেছিল। তাতে এক রকম আপত্তি তৈরি হয়েছিল। সেজন্য আগের সার্কুলারে কোনো রকম পরিবর্তন না করে পাল্পের বিষয়টি যুক্ত করা হয়েছে।