সোমবার আনুষ্ঠানিকভাবে এ শোরুমের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।
Published : 04 Jun 2024, 09:36 PM
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘রিলায়েন্স এন্টারপ্রাইজ’ চালু হয়েছে।
ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার আনুষ্ঠানিকভাবে এ শোরুমের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।
ভোলাহাটের মেডিকেল মোড়ের রাকিব প্লাজায় চালু হওয়া শোরুমটিতে ওয়ালটন ব্র্যান্ডের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইকেট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, “আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটন সর্বদা সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে আসছে। নতুন শোরুমটি থেকে এই অঞ্চলের মানুষ এখন আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা পাবেন।”
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহাজাদী বিশ্বাস, রিলায়েন্স এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।