নগদ ডিজিটাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক বলেন, “অর্থনীতির কিংবদন্তী ব্যক্তিত্ব অধ্যাপক ইউনূসের হাত ধরে স্বপ্নের পথে এগিয়ে যাবে তারুণ্যনির্ভর বাংলাদেশ।
Published : 09 Aug 2024, 04:16 PM
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ এবং ‘নগদ’ ডিজিটাল ব্যাংক।
সেই সাথে নতুন এই সরকারের উপদেষ্টাদেরকেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নগদ ডিজিটাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক বলেন, “অর্থনীতির কিংবদন্তী ব্যক্তিত্ব অধ্যাপক ইউনূসের হাত ধরে স্বপ্নের পথে এগিয়ে যাবে তারুণ্যনির্ভর বাংলাদেশ। বাংলাদেশের এক নবজাগরণ ঘটিয়েছে ছাত্র সমাজ।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই দেশের অপার সম্ভাবনা ও তারুণ্যকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য মানুষ ড. মুহাম্মদ ইউনূস।
“তার নেতৃত্ব সারা পৃথিবীকে বদলে দিয়েছে। আমি আশা করি, তার দেখানো পথে নগদও এগিয়ে যাবে।”