মেলায় বাংলাদেশ, চীন, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের স্টল ছিল
Published : 07 Dec 2024, 09:33 PM
দেশের নারী উদ্যোক্তা, ১৬টি দেশের মিশন ও একটি আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে রাজধানীতে হয়ে গেল দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার’।
শনিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই মেলার আয়োজক ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ‘ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশনের (এফওএসএ)।
এফওএসএ’র ‘সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের’ অংশ হিসেবে মেলা আয়োজনের কথা তুলে ধরে আয়োজক কর্তৃপক্ষ বলেছে, এখান থেকে আসা অর্থ সেবামূলক কাজে ব্যয় হবে।
চ্যারিটি বাজারে বাংলাদেশ, চীন, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পাকিস্তান, রাশিয়া, ভুটান, ফিলিস্তিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ইতালি, ফরেইন অফিস স্পাউসেস এসোসিয়েশন ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের স্টল ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা বলেন, “আমি আনন্দিত যে স্থানীয় নারী উদ্যোক্তাদের সঙ্গে এখানে ১৬টি দেশের মিশন এবং একটি আন্তর্জাতিক সংস্থা এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করছে।”
এফওএসএ’র কার্যক্রম বিষয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, “এটি বহু বছর ধরে দাতব্য কাজ করে আসছে; নিরবে সংস্কৃতিও প্রচার করছে “
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জাহানারা সিদ্দিকী বলেন, “এখানে একত্রিত হয়েছি, শুধু আমাদের সদস্যদের ঐক্য উদযাপনে নয়, একই সঙ্গে বিদেশি মিশন, আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর অভিন্ন নিবেদনকে সম্মান জানাতে, যারা আমাদের সঙ্গে হাত মিলিয়েছে।
“আমাদের লক্ষ্য সবসময়ই স্পষ্ট– নিম্নআয়ের কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে জরুরি সহায়তা ও দুর্যোগ ত্রাণ তহবিলে অনুদান দেওয়া।”
উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।