বিজিবি সদস্যরা তেলবাহী ট্রেনে অবস্থান নিয়ে সেগুলোকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন।
Published : 26 Jul 2024, 08:30 PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে এখনও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিজিবির নিরাপত্তায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
চট্টগ্রাম, খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার দেশের বিভিন্ন জেলায় তেলবাহী ট্রেন চলাচল শুরু হয় বলে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) সদস্যরা শুক্রবার ভোরে চট্টগ্রাম স্টেশন থেকে তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে পৌঁছে দিয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে ২৪টি তেলবাহী ট্যাংকারসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশে, সাড়ে ৬টায় ১৬টি তেলবাহী বগিসহ একটি ট্রেন সিলেটের উদ্দেশে, ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশে যাত্রা করে। বেলা ১১টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়।
বিজিবির সদস্যরা ট্রেনে অবস্থান করেন। একইভাবে খুলনা ও ঈশ্বরদী স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরে এবং শ্রীমঙ্গল থেকে সিলেটে জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করে।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হলে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
পরের দিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল থেমে যায়। পরদিন ১৯ জুলাই থেকে সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ থাকার সাত দিন পর শুক্রবার তেলবাহী ট্রেনের মাধ্যমে চলাচল শুরু হল।