বিজয়ীরা দেশ-বিদেশ ভ্রমণসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও লাইফস্টাইল পণ্য কেনার গিফট ভাউচার পেয়েছেন।
Published : 02 Mar 2024, 06:29 PM
মাস্টারকার্ড আয়োজিত ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ২০২৩-২৪ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সিটি ব্যাংকের মাস্টারকার্ড হোল্ডার মো. দাউদুল ইসলাম।
মাস্টারকার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন সঙ্গীসহ একজনকে নিয়ে মরক্কো ভ্রমণের সুযোগ।
এছাড়া আরও ৫০ জন বিজয়ী দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় ভ্রমণের ট্রাভেল ভাউচারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও লাইফস্টাইল পণ্য কেনার গিফট ভাউচার পেয়েছেন।
‘মেসমেরাইজিং মরক্কো’ শীর্ষক এ ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল, মাস্টারকার্ডের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের নানা আকর্ষণীয় অফার ও সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটানো।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই ক্যাম্পেইন আয়োজনের উদ্দেশ্যই ছিল একটি ডিজিটাল-ফার্স্ট লেনদেনের প্রসার করা। যারা জয়ী হয়েছেন, তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই। এছাড়া উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের মাধ্যমে পাশে থাকার জন্য আমাদের পার্টনার ও কার্ডহোল্ডারদের প্রতিও কৃতজ্ঞতা।”
২০২৩ সালের ১৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলে ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন’।