‘কিনলেন তো জিতলেন’ অফারে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে ক্রেতাদের জন্য।
Published : 18 Jan 2025, 09:38 PM
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের নানা ছাড় দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস।
ছাড়ের কারণে ছুটির দিনসহ সপ্তাহের অন্যান্য দিনেও ক্রেতাদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কারণে মেলায় নতুন মিরর গ্লাস রেফ্রিজারেটর, ডাবল ডোর, টি ডোর, ক্রসড ডোর, হ্যান্ডেল রেফ্রিজারেটর, বেভারেজ কুলার, এআই ইনভার্টার টেকনোলজির এসি, বিএলডিসি প্রযুক্তির সিলিং ফ্যানসহ নতুন নতুন সব পণ্য নিয়ে এসেছে যমুনা ইলেকট্রনিক্স।
মেলায় যমুনার পণ্য ‘কিনলেন তো জিতলেন’ অফারে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে ক্রেতাদের জন্য।
রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্যাস স্টোভসহ অন্যান্য গৃহ ও রান্নার সামগ্রী এবং মোটরসাইকেল এই ছাড় দেওয়া হচ্ছে।
এছাড়া ৫ হাজার টাকার পণ্য কিনলে উপহার হিসেবে ক্রেতাদের জন্য থাকছে একটি ইলেকট্রিক কেটলি বা ইলেকট্রিক আয়রন।
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম বলেন, “মেলায় যমুনার পণ্যে ক্রেতাদের বিপুল আগ্রহ আমাদের উৎসাহ যোগাচ্ছে। গুণগত মানের সর্বোৎকৃষ্ট পণ্য ক্রেতাদের ন্যায্য দামে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।“