সেরা তিন দলের সব সদস্য বাংলালিংক এর ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রামে অংশ নিতে পারবে।
প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের পরিচালক মিশা আলী বিজয়ী তিন গ্রুপের মাঝে অ্যাল্কাটেল ওয়ান টাচ স্মার্টফোন তুলে দেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
এতে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘অ্যাভেঞ্চারস-এইজ অব আলট্রন’ এর প্রদর্শনীও করা হয়।
প্রতিযোগিতায় আফসানা ‘সিঙ্গেল সেলফি’ বিভাগে; শান্তা ও নিশাত ‘দ্বৈত সেলফি’ বিভাগে এবং কাওসার ‘গ্রুপ সেলফি’ বিভাগে জয়ী হন।